কুমুদ সাহিত্য মেলায় যাবেন কিভাবে ?

কুমুদ সাহিত্য মেলায় পৌছাবেন কিভাবে? 

আগামী মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর বসতভিটেয় হচ্ছে কুমুদ সাহিত্য মেলা। এটি মঙ্গলকোটের সদর শহর নুতনহাট সংলগ্ন এলাকা।চারটি প্রধান সড়কপথের কেন্দ্রস্থল নুতনহাট। উত্তরবঙ্গের  সাথে  দক্ষিণবঙ্গের গুরত্বপূর্ণ ৭ নং রাজ্য সড়ক গেছে নুতনহাটের উপর দিয়ে। যারা বর্ধমান শহর থেকে আসবেন তারা সদর বর্ধমান ( দুরত্ব ৩৫ কিমি) থেকে ত্রিশ মিনিট অন্তর স্টেটবাস / লোকাল বাস পাবেন। নামতে হবে নুতনহাট বাইপাস মোড়ে।যারা কাটোয়া শহর( দুরত্ব ২৫ কিমি) থেকে আসবেন  তারা ঘন্টায় ঘন্টায় বাস পাবেন। নামতে হবে নুতনহাট মোড়ে। যারা দুর্গাপুর থেকে ভায়া গুসকারা ( দুরত্ব ১৮ কিমি)  আসবেন। তাদের কে নামতে হবে নুতনহাটে। যারা বোলপুর - শান্তিনিকেতন (দুরত্ব ২২ কিমি)  আসবেন। তাদের কে নামতে হবে নুতনহাটে। 

কলকাতা থেকে বাসে আসতে গেলে ধর্মতলায় ( উত্তরবঙ্গ + দক্ষীনবঙ্গ এর স্টেটবাস বাসস্ট্যান্ডে)  বাস পাবেন চব্বিশঘণ্টা ধরে। হাওড়া স্টেশন থেকেও এক্সপ্রেস / লোকাল ট্রেন কর্ডলাইন ও মেনলাইনে আসে বর্ধমান স্টেশনে। শিয়ালদহ থেকে ট্রেন কম।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু