হাবড়ায় শান্তির বার্তা দিতে তৎপর প্রগেসিভ ইয়ুথ ফাউন্ডেশন

মোল্লা জসিমউদ্দিন  
 

আশ্রমে  সাংস্কৃতিক মঞ্চে মানবপ্রেমের আহ্বান জানানো হল।উত্তর 24 পরগনা হাবরা বানিপুর আশ্রমে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। উপস্থিত গুণীজনদের মধ্যে প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি সিয়ামত আলী বলেন - "মানবপ্রেমের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। এদেশ এমনই বৈচিত্রের মধ্যে ঐক্য, এটাই আমাদের সম্পদ। এই সম্পদ আমরা মানুষের স্বার্থে দেশের স্বার্থে কখনোই আমরা নষ্ট হতে দেব না"। পীরজাদা মোহেব্বুল্লাহ হোসাইনী বলেন -"নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখ মিলন মহান। সেটাই হলো আমাদের এই মহান ভারত বর্ষ। দেশের অখন্ডতা রক্ষা করা আমাদের উচিত"। স্বামী সত্যরূপ আনন্দ মহারাজ বলেন - "মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে ভালোবাসার মধ্য দিয়ে সমস্ত কিছু জয় করা সম্ভব। এটাই তো আমাদের সম্প্রীতির বাংলা সম্প্রীতির দেশ"। প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য কোষাধক্ষ্য কাজী তৈয়ে বুললা বলেন - "স্বামীজীর ভাষায় জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। এভাবেই সমাজ তথা দেশকে এগিয়ে নিয়ে আসা সম্ভব"।এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা টি সমসাময়িক সময়ে খুবই দরকার বলে মনে করেন অনেকেই।           

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু