মঙ্গলকোটের রেজাউল করিম চৌধুরী মারা গেলেন

মারা গেলেন  মঙ্গলকোটের  বিখ্যাত  চিকিৎসক রেজাউল  করিম  চৌধুরী ওরফে রাজু ডাক্তার। মঙ্গলকোটের  নুতনহাট (বড়বাজার) এলাকায় বাড়ি। মঙ্গলকোটের পাশাপাশি সীমান্তবর্তী বীরভূমের নানুর এলাকায় জনপ্রিয় চিকিৎসক ছিলেন তিনি। গরিবদের কাছে কোন ফি নিতেন না। মঙ্গলকোট ব্লক হাসপাতালে দীর্ঘদিন ধরে  চিকিৎসা করেছেন তিনি। তাঁর বাবাও ছিলেন  সু চিকিৎসক। তিনি কলকাতা  হাইকোর্টের  স্বনামধন্য  সার্ভিস  ম্যাটার সংক্রান্ত আইনজীবী  এক্রামূল বারির নিকটাত্মীয়। ২০১৭ সালে ৩ রা মার্চ এই চিকিৎসক কে আমরা কুমুদ সাহিত্য  মেলায় 'মঙ্গলকোট রত্ন' সম্মান জানিয়েছি। আমার প্রয়াত বাবা ( বিচারক - মোল্লা নুরুল হোদার কাছের ব্যক্তি ছিলেন) । নানান স্মৃতি রইছে উনা কে ঘিরে। উনার আত্মার শান্তি কামনা করি। 

💐🙏 মোল্লা  জসিমউদ্দিন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু