পূর্বস্থলীতে খালবিল উৎসব শুরু হয়েছে

বিদ্যানগরে ১৯ তম খাল বিল উৎসবে পরমব্রত
দীপঙ্কর চক্রবর্তী
  
পূর্বস্হলী ১ নং ব্লকের বিদ্যানগর বাঁশদহের বিলের পারে শুরু হয়েছে ১৯ তম খাল বিল চুনোমাছ ও পিঠেপুলি উৎসব।রাজ্যের মন্ত্রী ও এই গ্রামের ভূমিপুত্র স্বপন দেবনাথ মহাশয়ের উদ্যোগে এখানে মেলা বসে।বিলের পার পরিস্কার করে বোটে বাউলের আসর বসেছে।বাগানে মন্চ বেঁধে চলছে বাউল সহ লোক গান।বুধবার বড়দিন এই মেলার সূচনা করেন রাজ্যের মৎস মন্ত্রী চন্দ্রনাথ সিন,হা আরো অনেকে।এই দিন বিলে চুনোমাছ ছাড়া হয়।পরের দিন বৃহস্পতিবার চলচিত্রের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এই উৎসবে এসে তাঁর খুশি হওয়ার কথা ব্যক্ত করেন।এত সুন্দর ভাবে গ্রামে এত ভালো মেলা।খালবিলকে বাঁচিয়ে রাখতে স্হানীয় মানুষের প্রয়োজনে তার প্রশংসা করেন।তার হাত দিয়ে উৎসবের স্মরনিকার প্রকাশ ঘটে।এই দিন উপস্হিত ছিলেন এস,পি সাহেব।বাইচ প্রতিযোগীতা হয়।দুপুরে চুনোমাছ সহ ভাত মাছের খাবারের আয়োজন ছিল।স্হানীয় ও দূরদূরান্তের প্রায় ২০ টি গ্রামের মানুষ এই উৎসবে সামিল হন।তবে বাধ সাধে অকাল বৃষ্টি।তবুও এই উৎসব আর মেলা এলাকার মানুষের মনে শীতের রোমান্চকর আনন্দ উপহার দিয়েছে।অবশ্য তার সব কৃতিত্ব মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথের।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু