ক্যাব পরবর্তী বাংলার হিংসার রিপোর্ট তলব হাইকোর্টের


ক্যাব পরবর্তী বাংলায় হিংস্বার রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন  

সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ক্যাব পরবর্তী বাংলায় হিংস্বার রিপোর্ট তলব করা হয়েছে রাজ্যের কাছ থেকে। আগামী বুধবার সবিস্তারে তা হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশিকা জারী করা হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে। উল্লেখ্য, গত চারদিনে বাংলার বিভিন্ন প্রান্তে বিশেষত মুর্শিদাবাদ, হাওড়া, পশ্চিম মেদিনীপুর সহ কলকাতার একাংশে ক্যাব বিরোধী আন্দ্রোলনকারীদের হাতে একের পর এক হিংস্বাত্মক ঘটনা ঘটে। এইসব আন্দ্রোলনকারীদের নিদিষ্ট কোন সংগঠন কিংবা রাজনৈতিক দলের পতাকা সেসময় ছিলনা বলে প্রকাশ। ইতিমধ্যেই ৩৮ টি সরকারি বাস ভাঙচুর হয়েছে। এর মধ্যে ১৪ টি সরকারি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। অনুরুপভাবে ৬০ টির মত বেসরকারি বাস ভাঙচুর হয়েছে। দক্ষিণপূর্ব এবং পূর্ব রেলের প্রায় ১০০ কোটি সম্পত্তি নষ্ট হয়েছে ক্যাব আন্দ্রোলন ঘিরে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং হাওড়ার উলুবেড়িয়া স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোন এফআইআর  দায়ের করা হয়নি বলে জানা গেছে।ঠিক এইরকম পরিস্থিতিতে, সোমবার সকাল দশটা নাগাদ কলকাতা হাইকোর্টের প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চে এক বিজেপি কর্মী সুরজিত সাহার পক্ষে আইনজীবী সুরজিত রায় চৌধুরী দ্রুত শুনানির আর্জি নিয়ে এক জনস্বার্থ মামলা দাখিল করেন।পিটিশনের শুনানি গ্রহণ করে এদিন বেলা  দুটো নাগাদ মামলাকারী এবং সরকার পক্ষের আইনজীবীদের সওয়াল-জবাব চলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলাকারীর দাবি - পশ্চিমবাংলা সরকারের  লোগো ব্যবহার করে রাজ্যের প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় আইন মানবেন না বলে বিজ্ঞাপন চালাছেন, তা অসাংবিধানিক। কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছেন। তাও বেআইনী।মুখ্যমন্ত্রীর এই কেন্দ্র বিরোধী অবস্থানের জন্যই রাজ্যজুড়ে হিংস্বাত্মক ঘটনাগুলি ঘটছে"।প্রসঙ্গত বিজেপির এহেন সূর পাওয়া গেছে রাজ্যপালের গলাতেও! সোমবার এই মামলার শুনানি শুনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের আইনজীবী কে আগামী বুধবারের মধ্যেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট তলব করে। এখনও অবধি কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাও জানতে চাওয়া হয়েছে এই নির্দেশে। অপরদিকে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের সাম্প্রতিক সময়ে সোশাল মিডিয়ায় এক বিতর্কিত মন্তব্য ঘিরে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দাখিল করা হয়েছে। সুমন ভট্টাচার্য নামে এক মামলাকারীর পক্ষে আইনজীবী তরুনজ্যোতি তেওয়ারী এই মামলাটি করেছেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করলেও আজ অবশ্য কোন শুনানি হয়নি। চলতি সপ্তাহে শুনানি হতে পারে। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যর পরিপেক্ষিতে এই মামলা।                                                                                                                                                                     

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু