আদি গঙ্গায় স্বচ্ছতা আনতে উদ্যোগ

 মোল্লা জসিমউদ্দিন  

'আদি গঙ্গা না হাইড্রেন!' এই বিষয়ক সংবাদ ছবিসহ আপডেট হয় আমাদের পোর্টালে । আর তাতেই টনক নড়ে প্রশাসনের। দেখা যায় গীতাঞ্জলি মেট্রো স্টেশন সংলগ্ন আদি গঙ্গায় নোংরা আবর্জনা স্তূপ সরাতে ব্যস্ত পুর কর্মীরা। এই আদি গঙ্গা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র নদী। সেই নদী বর্তমানে স্থানীয় প্রশাসনের অবহেলায় হাইড্রেনের রুপ নিলেও তাতে ভক্তদের ভক্তি কমেনি। প্রতিদিনই যারা জাগ্রত  কালিঘাট মন্দিরে পুজো দিতে আসেন। তারা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি আদি গঙ্গার ঘাটে এসে পুজোর অঞ্জলি দেন। মহানগরের বিভিন্ন নিকাশি নালা নর্দমার জল এই আদি গঙ্গায় মিশে। তার উপর নোংরা আবর্জনার স্তুপ এই আদি গঙ্গার উভয় পাড় গুলিকে সংকীর্ণ করে তুলেছে।আদি গঙ্গা কিংবা টালি নালার সংস্কারে উদ্যোগ ক্ষুদ্রতর হলেও এটি এক ইতিবাচক দিক বলে মনে করেন স্থানীয়৷                                                       

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু