ছটপুজোতে বর্ধমানে জয় হিন্দ বাহিনীর উদ্যোগ

সেখ রতন   


মহালয়ার দিন ঘাটে তর্পণ করতে আসা মানুষদের পাশে যেমন ছিল, দুর্গাপূজা কমিটিগুলোকে অনুপ্রাণিত করার জন্য শারদ সম্মান প্রদান, আবার এদিন ও বাঙালি সম্প্রদায়ের মানুষদের জন্য ছট পূজা উপলক্ষে সদরঘাট সহ বর্ধমান জেলার বিভিন্ন ঘাটে সারারাত জেগে তারা জল, শরবত ,মিষ্টান্ন প্রভৃতি বিতরণ করল | আজ এক সাক্ষাৎকারে বর্ধমান জেলা সভাপতি রবিন নন্দী বলেন,পশ্চিমবঙ্গে যারা সাম্প্রদায়িক বিষ ছড়াতে চাইছেন তারা কোনদিনই সফল হবেন না | আমরা এই বাংলায় ধর্ম-বর্ণনির্বিশেষে একসঙ্গে  থাকতে পছন্দ করি | আগামী দিনেও কোনো সাম্প্রদায়িক বিষ পশ্চিমবঙ্গের বাতাসে ছড়াবে না, এ দায়িত্ব  আমাদের  কেই নিতে  হবে |

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু