কোগ্রামে কুমুদ সাহিত্য মেলায় এবার বাড়তি আকর্ষণ

কুমুদ সাহিত্য মেলায় চমক ক্রমশ বাড়ছে


প্রতিবছর ৩ মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ীতে কবির জন্মদিন পালন হয়। দক্ষীনবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শয়ে শয়ে কবি সাহিত্যিক সাংবাদিক সহ সাংস্কৃতিক জগতের বিশিস্টজনেরা আসেন। প্রথম পয্যায়ে 'কুশল কুমুদ' সাহিত্য পত্রিকা এই জন্মদিন পালনে পরিচালনায় থাকলেও ২০১০ সাল থেকে আমরা অর্থ্যাৎ 'কুমুদ সাহিত্য মেলা কমিটি' আয়োজক হিসাবে উঠে আসে। একশ্রেনীর প্রতিহিংস্বাপরয়ণ রাজনৈতিক নেতাদের গভীর ষড়যন্ত্র চললেও আমাদের দমাতে পারেনি।।কেননা বাংলার শতাধিক সাংবাদিক এই জন্মদিন পালনে প্রতক্ষ্য কিংবা পরোক্ষভাবে যুক্ত। গত বছর মিডিয়া কভারেজে ১০৫+ মিডিয়ায় অনুস্টানের সংবাদ প্রকাশিত হয়েছিল। আমরা সমাজের বিভিন্ন জগতের মানুষজনদের মঞ্চে সম্মানিত করে থাকি। আমরা কোন ডেলিগেট ফি নিইনা। 

এবারে আমাদের কুমুদ সাহিত্য মেলায় চমকের পর চমক থাকছে। বিভিন্ন বিখ্যাত সংস্থা এবার আমাদের সহযোগী হিসাবে থাকছে। বাঙালী মননে প্রখ্যাত ব্যক্তিত্বরাও থাকবেন সেদিন অর্থ্যাৎ ৩ রা মার্চ। 
প্রত্যেককেই আগাম আমন্ত্রণ সপরিবারে আসবার জন্য
 
👨‍🌾 মোল্লা জসিমউদ্দিন ( সম্পাদক কুমুদ সাহিত্য মেলা কমিটি)

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু