দুই বাংলা কে সাংস্কৃতিক অনুষ্ঠানে এক করলেন জয়নগর আইসি

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
  
 জয়নগর :  জয়নগর সবসময়ই নাট্যমোদী মানুষদের প্রিয় জায়গা। এখানকার মানুষ নাটককে ভালোবাসে। তাই তো জয়নগর থানার আই সি অতনু সাঁতরার উদ্দোগে  এবার দুই বাংলাকে মিলিয়ে দেওয়া হলো নাটকের হাত ধরে। মেঘনা থেকে মাতলা নাটকের পথচলা শিরোনামে। শনিবার সন্ধ্যায় ভিড়ে ঠাসা জয়নগর টাউন হলে বাংলাদেশের নাটনন্দন এর প্রয়োজনায় আসমা আখতার লিজার কাহিনী, নির্দেশনা ও অভিনয়ে মঞ্চস্ব হয়ে গেল কৃষ্ণ সারথি নাটক টি। যা দর্শক আসনে বসে থাকা সাধারণ নাট্যমোদি মানুষের সাথে উপভোগ করলেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের মহারাজ, জয়নগর ১ নং বিডিও, কুলতলির বিডিও ,জয়নগরের বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান, জয়নগর থানার আই সি সহ বহু মানুষ। বাংলাদেশের নাট্য আন্দোলনের নাম সারা বিশ্বে ছড়িয়ে আছে। হাজার বছরের পুরানো মহাভারত, বর্তমান সময়েও কতটা প্রাসঙগিক তা এই নাটকের মাধ্যমে উঠে এসেছে। সে সময়ের দ্রৌপদী যেন আজ ও সমস্ত পৃথিবীতে খুঁজে পাওয়া যায় সকল নির্যাতিতা নারীর অবয়বে। আজও এই সমাজে দূর্যোধনেরা লাঞ্চিত করে নারীদের। সমকালীন সমাজের ছবি উঠে এসেছে এই নাটকের মধ্যে দিয়ে। বাংলাদেশের এই ধরনের আরও নাটক জয়নগরে দেখার আশায় জয়নগরের নাট্যপ্রেমী মানুষজন। এদিন এই নাটক শুরুর আগে দুই বাংলার জাতীয় সংগীত ও হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরনে সংগীত পরিবেশিত হয়।                                  

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু