উল্টোডাঙ্গার বধূ নির্যাতন মামলায় পুলিশি রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন  

বৃহস্পতিবার দুপুরে এক বধূ নির্যাতন মামলায় আগাম জামিনের আবেদন নিয়ে দু দফায় শুনানি চলে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে। প্রথম  দফায় ওই মামলায় তদন্তকারী পুলিশ অফিসারের অসম্পূর্ণ রিপোর্ট দেখে ক্ষুব্ধ বিচারপতিরা কলকাতা পুলিশ কমিশনার কে তলব করেন।শুনানির দ্বিতীয় দফাতে সরকারি আইনজীবীর যুক্তিসঙ্গত সওয়ালে একপ্রকার সন্তুষ্ট হয়ে পুলিশ কমিশনারের 'তলব' ( হাজিরা)  নির্দেশটি প্রত্যাহার করে নেয় ডিভিশন বেঞ্চ। তবে তদন্তকারী পুলিশ অফিসার কে আগামী বৃহস্পতিবার পূর্নাঙ্গ রিপোর্ট পেশ করার আদেশনামা জারী হয় ডিভিশন বেঞ্চে। আদালত সুত্রে প্রকাশ, উল্টোডাঙ্গা মহিলা থানায় এক মহিলা তার স্বামী সহ শ্বশুরবাড়ীর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা রুজু করেন৷ এই মামলায় অভিযুক্তেরা আগাম জামিনের আবেদন জানায় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। আজ অর্থাৎ বৃহস্পতিবার দু দফায় শুনানি চলে। প্রথম পয্যায়ে শুনানিতে তদন্তকারী পুলিশ অফিসারের হাতে লেখা রিপোর্ট পেশ করা হয়। এই রিপোর্ট টি ডিভিশন বেঞ্চ খারিজ করে দেয়।তদন্তকারী পুলিশ অফিসারের গাফিলতি কেন তা জানতে কলকাতা পুলিশ কমিশনার কে তলব করে হাইকোর্ট। এদিন দ্বিতীয়ার্ধে সওয়ালে সরকারী আইনজীবী আদালত কে জানান -  এই মামলার আইও পদোন্নতি পেয়ে অন্যত্রে বদলী হয়েছেন, তাই একটু সময় দেওয়া হোক। ঠিক তখনি ডিভিশন বেঞ্চ পুলিশ কমিশনারের তলব নির্দেশ টি প্রত্যাহার করে আগামী বৃহস্পতিবার মামলার পূর্নাঙ্গ রিপোর্ট পেশ করার আদেশ জারি করে। এই মামলায় মামলাকারীর আইনজীবী রয়েছেন প্রসূন দত্ত, এবং সরকার পক্ষের আইনজীবী শ্বাশত মুখোপাধ্যায় আছেন।                                                                                                               

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু