রবীন্দ্রজয়ন্তী পালিত হল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে

মোল্লা জসিমউদ্দিন  

গত বুধবার সন্ধেবেলায় কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রথীন্দ্র জন্মজয়ন্তী পালিত হল। রবীন্দ্র ভারতী সোসাইটির রথীন্দ্র মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন হয় জন্মজয়ন্তী । স্মারক বক্তৃতা দেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি বারিদবরণ ঘোষ। বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসচিব  ডঃ সুবীর মৈত্র মহাশয়। আয়োজক সংস্থা রবীন্দ্র ভারতী সোসাইটির সভাপতি তথা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। মধুমিতা বসুর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি মধুর হয়ে উঠে। আজকের অনুস্টানের বিশেষত্য ছিল  'পরম্পরা' ঘরোয়ানা অর্থাৎ মা ও মেয়ে ,  মা ও ছেলে যারা উভয় সঙ্গীতশিল্পী। এইরুপ চন্দ্রাবলী রুদ্রদত্ত ও দীপাবলী দত্ত এবং রুনা দাশগুপ্ত ও অরিত্র দাশগুপ্ত সঙ্গীত পরিবেশন করেন। রবীন্দ্র ভারতী সোসাইটির সম্পাদক সির্দ্ধাথ মুখোপাধ্যায় জানান - "বাঙালি জগতে প্রথিতযশা ব্যক্তিত্ব ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র সন্তান হলেও স্বতন্ত্র প্রতিভার অধিকারী ছিলেন। স্থাপত্য থেকে চিত্রশিল্প সবেতেই তাঁর সৃষ্টি আজও অমর "। জানা গেছে, কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্র ভারতী সোসাইটি গড়াতে তাঁর ভূমিকা ছিল সর্বাপেক্ষা গুরত্বপূর্ণ।                                                                            

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু