পুলিশি সন্ত্রাসের প্রতিবাদে দ্বীপপুঞ্জে আইনজীবীদের কর্মবিরতি চলছে

মোল্লা জসিমউদ্দিন  

  আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্র শাসিত অঞ্চল হলেও আদালত গুলি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের  আওতাধীন পড়ে। পাঁচদফা দাবি কে সামনে রেখে আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ আদালতের বার এসোসিয়েশন টানা কুড়িদিনের বেশি কর্মবিরতি চালাচ্ছে।পুলিশি সন্ত্রাস, বার এসোসিয়েশনের ভবন, যোগাযোগের বেহাল পরিকাঠামো প্রভৃতি দাবিগুলি রয়েছে। শুক্রবার দুপুরে সিটি সিভিল আদালতে ষষ্ঠতলায় অবস্থিত বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসে আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ আদালতের বার এসোসিয়েশনের এক প্রতিনিধিদল আসেন। সেখানে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের ভাইস চেয়ারম্যান সির্দ্ধাথ মুখোপাধ্যায়, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন চেয়ারম্যান তথা  মেম্বার  আনসার মন্ডল, মেম্বার সমীর পাল,  অফিস সেক্রেটারি পিনাকি বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক হয়। সেইসাথে এক স্মারকলিপিও দেয় দ্বীপপুঞ্জের আইনজীবীরা। সেইসাথে  কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সাক্ষাতপ্রার্থী হয়েছেন  তাঁরা। বার কাউন্সিল এর পক্ষে সির্দ্ধাথ মুখোপাধ্যায় এবং আনসার মন্ডল জানান - " বিষয়গুলি আমরা আমাদের বার কাউন্সিলের বৈঠকে তুলব। আমরা দ্বীপপুঞ্জের আইনজীবীদের কর্মবিরতি তুলবার অনুরোধ করেছি "। উল্লেখ্য, অক্টোবর মাসে শেষের দিকে স্থানীয় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ দ্বীপপুঞ্জের আইনজীবীরা। ৩ জন আইনজীবীদের থানায় আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে তাঁরা কর্মবিরতির পথে হেটেছেন। ওখানকার পুলিশের বড় কর্তাদের জানিয়েও কোন সুরাহা মেলেনি। আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসন বার এসোসিয়েশন ভবন গড়বার জন্য এক হাজার বর্গফুট জায়গা বরাদ্ধ করেছিল ৭ বছর আগে। সেই সরকারি প্রকল্পটি চালু হয়নি আজও। বিভিন্ন দ্বীপে আদালত গুলি যাওয়ার জন্য কোন জলযানের ব্যবস্থা নেই প্রশাসনের তরফে। দীর্ঘ হয়রানি, সময় কেটে যায় তাতে। এমনকি ওইসব এলাকার আদালত সংলগ্ন এলাকায় থাকবার কোন রাত্রীনিবাস নেই। রাজস্ব আদালত গুলিতে রাত আট পর্যন্ত কাজ চলে। তাতে আইনজীবীরা বিশেষত মহিলা আইনজীবীদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা থাকে সবচেয়ে বেশি।আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ আদালতে দেড়শোর বেশি আইনজীবী রয়েছেন। পুলিশি সন্ত্রাস , পুলিশি নিস্ক্রিয়তা, বার এসোসিয়েশন ভবন না হওয়া, নিম্ন আদালত গুলিতে যাওয়ার জলযানে অপ্রতুলতা সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে টানা কুড়িদিনের বেশি কর্মবিরতি চলছে দ্বীপপুঞ্জের আইনজীবীদের।ঠিক এইরকম পরিস্থিতিতে শুক্রবার দুপুরে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের দ্বারস্থ হন তাঁরা। জানা গেছে, বার কাউন্সিল এর এক প্রতিনিধিদল খুব তাড়াতাড়ি যেতে পারে এই দ্বীপপুঞ্জে। বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের ভাইস চেয়ারম্যান সির্দ্ধাথ মুখোপাধ্যায় এবং মেম্বার আনসার মন্ডল জানান - " উনারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সাক্ষাতপ্রার্থী হয়েছেন, আমরা কমিটির মধ্যে আলোচনা করে প্রধান বিচারপতির অফিসে সময় নেব। খুব তাড়াতাড়ি কর্মবিরতি কাটুক তা আমরা চাই "।জানা গেছে, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সাথে আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ আদালতের বার এসোসিয়েশন এবং বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের প্রতিনিধিদের বৈঠকটি হতে পারে।                                                                                                                                                                                                         

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু