পাশ্ব শিক্ষকদের ধর্না কর্মসূচি তে সায় কলকাতা হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন  

অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে  পাশ্ব শিক্ষকদের  অনুমতি মিললো শান্তিপূর্ণ ধর্ণা কর্মসূচি করতে।আজ অর্থাৎ সোমবার দুপুরে বিকাশভবনের সামনে তিনশো জন পাশ্ব শিক্ষকরা তাঁদের দাবিদাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করবেন৷ তবে এই অনুমতি নিয়ে দীর্ঘ টালবাহানা চলছিল। যার নিস্পত্তি ঘটলো রবিবার দুপুরে কলকাতা হাইকোর্টের স্পেশাল কোর্টে। রবিবার কলকাতা হাইকোর্টের স্পেশাল কোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই অনুমতি বিষয়ক মামলাটি উঠে। সেখানে শান্তিপূর্ণ ভাবে তিনশো জন পাশ্ব শিক্ষকদের ধর্নায় বসবার অনুমতি মেলে। সেইসাথে রাজ্যের এডভোকেট জেনারেল কে পাশ্ব শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল আচরণ করবার মৌখিক নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। যদিও বিকাশভবনের সামনে অবস্থান বিক্ষোভের অনুমতি কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মিলেছিল। এই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করে। তাতে মামলার গুরত্ব বুঝে প্রধান বিচারপতি রবিবার স্পেশাল কোর্ট বসিয়ে এই মামলার নিস্পত্তি করতে বলেন। তাতে রবিবার দুপুরে কলকাতা হাইকোর্টের স্পেশাল কোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ পাশ্ব শিক্ষকদের ধর্নায় বসবার অনুমতি বহাল রাখে। সেইসাথে গোটা ধর্না পর্বের ভিডিওগ্রাফি করে তা বুধবার কলকাতা হাইকোর্টে পেশ করার নির্দেশ দেয়। বিকাশভবনের ১০০ মিটারের দুরত্বে বসতে চলেছে পাশ্ব শিক্ষকদের এই ধর্নামঞ্চ।  মূলত বিকাশভবনের সামনে ১৪৪ ধারার দোহাই দিয়ে এই প্রস্তাবিত কর্মসূচি বাতিলের জন্য পুলিশের সাথে উদ্যোক্তাদের গন্ডগোল শুরু হয়। হাইকোর্টের নির্দেশে বিধাননগর পুলিশ কমিশনারেটের সাথে আন্দ্রোলনকারীরা বৈঠক চালায়। তাতে ৪৮ হাজার পাশ্ব শিক্ষকদের বিক্ষোভে সামিল হওয়ার আবেদন খারিজ হয়। এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মামলাটি উঠে। তাতে ১১ নভেম্বর অর্থাৎ আজ ৩০০ জনের ধর্নায় বসবার অনুমতি মেলে। এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাজ্য। তাতে প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী রবিবার স্পেশাল কোর্ট বসে। তাতে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকে। তবে বিকাশভবনের ১০০ মিটার দুরে এই কর্মসূচি চলবে। কিছুটা দূরে সেন্ট্রাল পার্কে বিধান চন্দ্র রায়ের পাদদেশে অন্য পাশ্ব শিক্ষকরা আজ অর্থাৎ সোমবার তাদের দাবিদাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করবেন।                                                                                                                                             

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু