আজ বর্ধমানে এসপির কাছে মহিলা আইনজীবী খুন নিয়ে স্মারকলিপি দেবে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের প্রতিনিধিরা

মোল্লা জসিমউদ্দিন  

পূর্ব বর্ধমানের জামালপুর থানার আঝাপুরে মহিলা আইনজীবী মিতালি ঘোষ খুনের প্রতিবাদে আজ অর্থাৎ বৃহস্পতিবার  কলকাতা হাইকোর্ট সহ  সারা রাজ্যের সমস্ত দেওয়ানী ও ফৌজদারী আদালতে কর্মবিরতি চলবে। সেইসাথে কালো ব্যাচ পড়ে আইনজীবীরা এই নির্মম খুনের ঘটনায় প্রতিবাদ জানাবেন আদালত চত্বরে। বুধবার দুপুরে সিটি সিভিল  কোর্টের ষষ্ঠতলায় বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের জরুরি বৈঠক হয়, সেখানে সর্বসম্মতিক্রমে এই কর্মবিরতি বিষয়ে সির্দ্ধান্ত গ্রহণ হয় বলে জানিয়েছেন  বার কাউন্সিল এর পক্ষে সির্দ্ধাথ মুখোপাধ্যায়, আনসার মন্ডল প্রমুখ। তাঁরা বলেন - " বৃহস্পতিবার দুপুরে এই মহিলা খুনে প্রকৃত দোষীদের খুঁজতে পুলিশসুপারের অফিসে ৭ সদস্যর দল যাবেন "। পূর্ব বর্ধমানের সদর আদালতের বার এসোসিয়েশনের সহ সম্পাদক সঞ্জয় ঘোষ জানিয়েছেন - " আমরা জেলা বার এসোসিয়েশনের পক্ষ থেকে বার কাউন্সিল কে প্রতিবাদ জানাবার অনুরোধ জানিয়ে চিঠি করেছিলাম "। মহিলা আইনজীবী খুনের তদন্তে ইতিমধ্যেই জামালপুর থানার পুলিশ কোমর বেঁধে তদন্তে নেমেছে। খুনের তিন দিনের মধ্যেই খুনের ঘটনাস্থলে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ থেকে প্রতিবেশী সহ যারা বাড়ীতে আসতেন ( কাজের মেয়ে, পেপারওয়ালা, দুধওয়ালা) তাদের একপ্রস্ত জিজ্ঞাসাবাদ হয়ে গেছে বলে জানিয়েছেন জামালপুর থানার ওসি পুস্পেন্দু জানা। যদিও এই মামলায় সুনির্দিষ্টভাবে কারও নামে অভিযোগ হয়নি। এলাকা সুত্রে জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার আদালতে সিভিল ও ক্রিমিনাল বিভাগের আইনজীবী মিতালি ঘোষ একাই বাড়ীতে থাকতেন। গত ২৭ অক্টোবর সকালে হাত-পা বাঁধা অবস্থায় বিবস্ত্রভাবে মাঝবয়সী মহিলার দেহ উদ্ধার হয়। ওই বাড়ীতে গৃহপরিচারিকার কাজ করা মেয়েই প্রথমে ডাকাডাকি করে দেখতে না পেয়ে আশেপাশের প্রতিবেশীদের এনে ক্ষতবিক্ষত দেহের সন্ধান পায়। ঘটনার পরেই পূর্ব বর্ধমান জেলা আদালতে বার এসোসিয়েশনের পক্ষ থেকে ঘটনাস্থলে আসে এক প্রতিনিধিদল। এরপর গত মঙ্গলবার জরুরি বৈঠক সেরে বুধবার জেলা আদালতে কর্মবিরতির সির্দ্ধান্ত গ্রহণ করা হয় এবং বিষয়টি রেজুলেশন করে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল কে  পাঠানো হয় বলে জানান জেলা আদালতের বার এসোসিয়েশনের সহ সম্পাদক সঞ্জয় ঘোষ মহাশয়   । তাতে বুধবার দুপুরে কলকাতার সিটি সিভিল আদালতে ষষ্ঠতলায় অবস্থিত বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসে জরুরিসভা চলে। সেখানে সর্বসম্মতিক্রমে  মহিলা আইনজীবী খুনের ঘটনায় রাজ্যজুড়ে আইনজীবীদের কর্মবিরতি এবং কালো ব্যাচ পড়ে প্রতীকি প্রতিবাদ জানানোর জন্য সির্দ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের ভাইস চেয়ারম্যান সির্দ্ধাথ মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে বার কাউন্সিল এর ৭ জন মেম্বার জেলা বার এসোসিয়েশনের পদাধিকারীদের নিয়ে পূর্ব বর্ধমান এসপি অফিসে স্মারকলিপি কর্মসূচি সহ তদন্তের গতিপ্রকৃতি নিয়ে আলোচনা চালাবেন। এই প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন চেয়ারম্যান তথা কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী আনসার মন্ডল মহাশয়। জামালপুরে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মহিলা আইনজীবী খুনের ঘটনায় জানিয়েছেন - "নিহত ওই মহিলা আইনজীবী জেলা সদর আদালতে যেসব মামলায় যুক্ত ছিলেন, সেইসব মামলায় পক্ষে বিপক্ষে যারা রয়েছেন, তাদের কে জিজ্ঞাসাবাদ চালালে খুনের আসল কারণ উঠে আসতে পারে"। কেননা নিছকই চুরি - ডাকাতির জন্য এই খুন নয়, তা মনে করেন তারা।মামলার কাগজপত্র হাতাতে কিংবা কোন গুরত্বপূর্ণ মামলায় ওই আইনজীবীর না থাকাটা খুনিদের কাছে লাভবান হতে পারে।                                                                                                                                                                                        

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু