গরুপাচারে সিবিআই তদন্ত, রাজনৈতিক ষড়যন্ত্র খুজছে অনেকেই

মোল্লা জসিমউদ্দিন  


আন্তর্জাতিক গরু পাচার কান্ডে সিবিআই তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই দিল্লিতে এই বিষয়ে এফআইআর করেছে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিএসএফের রিপোর্ট অনুযায়ী এই তদন্ত বলে সংবাদমাধ্যম সুত্রে প্রকাশ। বাংলাদেশ থেকে গরুপাচারে বিস্ফোরক আইডি ব্যবহারের জন্যই এই তদন্ত নাকি? তবে বিশেষজ্ঞমহল বলছে অন্য কথা, যদি আন্তর্জাতিক বিষয় থাকত গরুপাচারে। তাহলে 'র' গোয়েন্দা সংস্থা নামত এই তদন্তে। কেননা বাংলাদেশ থেকে আসছে এই বিস্ফোরক ভর্তি আইডি। আবার যদি এই কারবারে জঙ্গি সংগঠনের হাত থাকত। তাহলে এনআইএ সংস্থাটি গরুপাচারের তদন্ত শুরু করত। তাহলে সিবিআই কেন এই তদন্তে? বিএসএফ নিজস্ব পরিকাঠামোয় এই তদন্তে ষড়যন্ত্রকারীদের খুজতো। এক্ষেত্রে তা হয়নি। সিবিআই কে ডাকা হয়েছে। আসলে পশ্চিমবাংলায় সারদা - নারদা - রোজভ্যালি মামলায় সিবিআই ক্রমশ রাতের ঘুম কেড়ে নিয়েছে বঙ্গ শাসকদলের। নিন্দুকদের দাবি - এতটাই রাতের ঘুম হারাম হয়েছে যে মুখ্যমন্ত্রী কে ছুটতে হয়েছে প্রধানমন্ত্রী - স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে। তর্কবিতর্ক যাই থাকুক গরুপাচারে সিবিআই তদন্ত শুরু হওয়ায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলির শাসকদলের নেতারা সিটিয়ে আছেন । বীরভূমের এক নেতারও দুশ্চিন্তা বেড়েছে। কেননা বীরভূমের পুরন্দপুর মোড় গরুপাচারের সেভ করিডর হিসাবে পরিচিত। শাসক দলের এক আইপিএস গত পঞ্চায়েত ভোটে বিরোধীশুন্য করবার কৃতিত্ব নিয়ে প্রাইজ পোস্টিং পেয়েছিলেন বীরভূমে।কিন্তু মৌচাকে ঢিল মারতেই মাত্র কয়েকমাসে বদলী হয়েছিলেন কম গুরুত্বপূর্ণ পদে। যদিও তিনি বর্তমানে অপেক্ষাকৃত ভালো পদে কর্মরত। তাঁর অপরাধ ছিল - পুরন্দপুরে বেশ কয়েকবার গরু পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন। বহরমপুর সাংসদ আগে প্রায়ই অভিযোগ তুলে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এইরাজ্যের হেভিওয়েট মন্ত্রীর আত্মীয়স্বজনরা গরু পাচারে যুক্ত বলে অভিযোগ তুলতেন। দ্বিতীয় পয্যায়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেই স্বরাষ্ট্র মন্ত্রকের বদল ঘটিয়েছেন। তাঁর বিশ্বস্ত সেনাপতি অমিত শাহ কে এনেছেন এই পদে। আর তাতেই গতি পেল আন্তজার্তিক গরুপাচারে সিবিআই তদন্ত শুরু হওয়াতে। কেউ কেউ বলছেন - আসন্ন বিধানসভার নির্বাচনে তৃণমূল কে বেকায়দায় ফেলতে এই তদন্ত। একাধারে ধরপাকর অপরদিকে আর্থিক যোগানে আঘাত করা। যদিও শাসকদল প্রথম থেকেই বলে আসছে - রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি বিজেপি লড়তে না পেরে কেন্দ্রীয় এজেন্সি গুলি কে ব্যবহার করছে।                                                                                                       

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু