ত্রিশ ফুটের কালি প্রতিমা হচ্ছে এবার হুগলি তে

প্রবীর বসু  

দুর্গা পূজা ও লক্ষী পুজো শেষ হতে না হতেই জেলায় শুরু হয়ে গেছে কালি পুজোর প্রস্তুতি।হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা কালি পুজো তথা আলোর উৎসবের।আর এই পুজো প্রস্তুতি তে পিছিয়ে নেই হুগলি জেলাও।কালি পুজোয় হুগলি জেলার যথেষ্ট সুনাম রয়েছে তাই পুজো উদ্যোক্তা দের পুজোর প্রস্তুতিও তুঙ্গে।এবার হুগলি মহানাদ দক্ষিণপাড়া ইয়ুথ ক্লাব এর পুজোর মূল আকর্ষণ তাদের ৩০ ফুটের কালি মূর্তি।পুজো উদ্যোক্তা দের মতে এবার জেলায় এটাই সবথেকে বড় কালি মূর্তি হচ্ছে,আর তাই তাদের পুজোর প্রস্তুতিতেও কোনো খামতি রাখতে চাইছেনা উদ্যোক্তারা।আর এই ৩০ ফুটের কালি প্রতিমা দেখতে যে জনপ্লাবন হবে তা ধরে নেয়া যায়।।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু