ঋণ না মেলায় বনগাঁয় ব্যাংকে বিক্ষোভ গ্রাহকদের

ওয়াসিম বারি

দীর্ঘ ৮ মাস ধরে ঋণ না পাওয়ায় বুধবার একটি রাষ্টয়াত্ব ব্যাংকের বনগাঁ শাখায় বিক্ষোভ দেখালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাঁরা ব্যাংকের গেটে তালা লাগিয়েও দেন। অভিযোগ, বনগাঁ পুরসভার ১১৫ টি স্বনির্ভর গোষ্ঠীর আবেদনপত্র গত ৮ মাস ধরে আটকে রাখা হয়েছে। কোনও ঋন দেওয়া হচ্ছে না। বার বার আবেদন করার পরেও কাজ না হওয়ায় এদিন দুপুর ১২টা থেকে ব্যাংকের গেটে বিক্ষোভ দেখান। এই ঘটনায় সমস্যায় পড়েন ব্যাংকের অন্য গ্রাহকেরা। প্রায় ৩ ঘন্টা বিক্ষোভ চলার পর ব্যাংক ম্যানেজার ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধান করার লিখিত প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ উঠে যায়।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু