বিক্রির আগেই ভাতারে উদ্ধার কচ্ছপ

সুদিন মন্ডল

সোমবার সকালে    ভাতার থানার বলগোনা মাছ বাজার থেকে দশটি জীবিত কচ্ছপ উদ্ধার করল ভাতার থানার পুলিশ।গোপন সুত্রে খবর পেয়ে ভাতার থানার পুলিশ এই অভিযান টি চালায়।  বলগনায় পুলিশ হানা দিলে পাচারকারীরা কচ্ছপ রেখে  পালিয়ে যায়। কচ্ছপগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে আউশগ্রামের গুসকরা বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হয়।
বনদপ্তর সুত্রে প্রকাশ,  ভাতার থানা থেকে জানানো হয় কিছু কচ্ছপ উদ্ধার হয়েছে, এগুলিকে পেনকাটা প্রজাতির কচ্ছপ।সাধারণত এরা লোকাল এলাকার পুকুরগুলো তে বসবাস করে থাকে । এদের বয়স প্রায় পাঁচ বছর হবে ।এগুলি উদ্ধার করে সদর বর্ধমান রমনাবাগানে ছেড়ে দেওয়া হবে। 

 

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু