গণপিটুনি তে মৃত্যুর মামলায় আসানসোলে গ্রেপ্তার ১৩

গণপিটুনিতে মৃত্যুর মামলায় আসানসোলে ধৃত ১৩

পারিজাত মোল্লা, মঙ্গলকোট ; বৃহস্পতিবার দুপুরে আসানসোল জেলা আদালতে এসিজেম এজলাসে পেশ করা গণপিটুনিতে মৃতের ঘটনায় ধৃত ১৩ জন কে। গত বুধবার সারাদিনব্যাপি সালানপুর থানার পুলিশ দফায় দফায় ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জন কে গ্রেপ্তার করে থাকে । উল্লেখ্য, গত মঙ্গলবার শিশু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু এক ব্যক্তির । ঘটনাটি ঘটেছিল আসানসোলের সালানপুর থানার দেন্দুয়া এলাকায় । প্রাথমিকভাবে জানা যায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই ব্যক্তি । তারপর এই এলাকার মানুষ সন্দেহজনকভাবে তাকে আটক করে। অভিযোগ, এরপরই শিশু চোর সন্দেহে মারধর করা হয় ওই ব্যক্তিকে । চলে গণপ্রহার । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ততক্ষণে মৃত্যু হয় ওই ব্যক্তির । যদিও এই ব্যক্তির নাম ঠিকানা এখনো জানা যায়নি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । আসানসোল শিল্পাঞ্চল জুড়ে শিশু চোর সন্দেহে গণপিটুনির ঘটনা কয়েকটি ঘটে গিয়েছে । জামুরিয়া ও হীরাপুর এলাকাতেও শিশুচোর সন্দেহে গণপিটুনিতে জখম হয় দুই যুবক । এমনকি গণপিটুনির হাত থেকে রক্ষা করতে পুলিশের সিভিক কর্মীদেরও জনতার হাতে আক্রান্ত হতে হয়েছে । গোটা ঘটনায় শিশুচোর সন্দেহের আতঙ্ক ছড়িয়েছে শিল্পাঞ্চল জুড়ে ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু