কানাদাদুর জন্মবার্ষিকী পালন বিধান শিশু উদ্যানে


মোল্লা জসিমউদ্দিন, 

        

গত বুধবার বিকেলে কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানে মহাসমারোহে পালিত হল সর্বভারতীয় কংগ্রেস নেতা ও সমাজসেবী অতুল্য ঘোষের ১১৬ তম জন্মবার্ষিকী। সেইসাথে মেধা অন্বেষা ২০১৯ এর সফল ৪০৬ জন ছাত্রছাত্রীদের( ক্লাস ফোর থেকে ক্লাস টেন)  বিশেষ পুরস্কার প্রদান করা হয়।৯৮ জন পড়ুয়াদের বৃত্তি,  ২৮ জন ভাষাভিক্তিক বিভাগে পুরস্কৃত করা হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে, বিধান শিশু উদ্যানের সম্পাদক  গৌতম তালুকদার, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সহ উপাচার্য অশোক ঠাকুর, বর্ষীয়ান সাংবাদিক অশোক বসু, সাহিত্যিক একরাম আলী প্রমুখ। উল্লেখ্য, পরাধীন ভারতে অতুল্য ঘোষ একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। পরে জাতীয় কংগ্রেসে সর্বভারতীয় কোষাধ্যক্ষ পদে আসীন থাকা ছাড়াও পশ্চিমবাংলার দলীয় পর্যবেক্ষক হিসাবে কাজ করে গেছেন। বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর  বিধানচন্দ্র রায়ের দক্ষিণহস্ত হিসাবে পরিচিত ছিলেন। রাজনীতির বাইরে সমাজসেবা বিশেষত অসুস্থ শিশুদের মানসিক বিকাশে তাঁর ভূমিকা খুবই গুরত্বপূর্ণ। ছবি আঁকা, যোগব্যায়াম, সাঁতার কাটা প্রভৃতি বিষয়ে শিশুদের শারীরিক ও মানসিকভাবে বিকাশ ঘটাতে যা করে গেছেন। তা আজও তার সেইসব নিদর্শন মেলে বিধান শিশু উদ্যানের বিভিন্ন কর্মকান্ডে  । মেধা অন্বেষা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষায় পড়ুয়াদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস এক অনন্য দিক হিসাবে বিবেচিত হয়। "বিধান শিশু উদ্যানের মাধ্যমে তাঁর কর্মধারা আজও প্রবাহিত" বলে জানান  বিধান শিশু উদ্যানের সম্পাদক  গৌতম তালুকদার। উল্লেখ্য, অতুল্য ঘোষ কচিকাঁচাদের কাছে কানাদাদু হিসাবে পরিচিত ছিলেন।   
                                                                                       

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু