ক্যানিং তে পুলিশের সচেতনতা বাড়াতে সেমিনার

উজ্জ্বল  বন্দ্যোপাধ্যায়,জয়নগর :  বারুইপুর জেলা পুলিশের উদ্যোগে এবারে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে গেল মঙ্গলবার  ক্যানিংয়ের বন্ধুমহল ক্লাব কক্ষে। সচেতনতার বিষয় ছিল শিশু ও নারী পাচার রোধ, নাবালিকা বিবাহ প্রতিরোধ, জলের অপচয় রোধ, বৃক্ষরোপণ এর প্রয়োজনীয়তা, স্বাস্থ্য সচেতনতা, সামাজিক প্রচার মাধ্যমের অপব্যবহার প্রতিরোধ ইত্যাদি। এই শিবিরে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের প্রায় দুই হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী। শিবিরের সহযোগিতায় ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তর ও ক্যানিং থানা।উপস্তিত ছিলেন বারুইপুর পুলিশ জেলা সুপার রশিদ খান মুনি, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দজিত বসু,বিধায়ক শ্যামল মন্দল,ক্যানিং থানার আই সি সতীনাথ চট্টরাজ,জীবনতলা থানার ওসি অধেন্দু শেখর দে,বারুইপুর মহিলা থানার ওসি কাকলি ঘোষ সহ আরো অনেকে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু