প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লার আজ ৩য় মৃত্যুবার্ষিকী

মোল্লা শাহজাহান - নিপু,

 আজ অর্থাৎ সোমবার  প্রয়াত সাংবাদিক /বিচারক /অধ্যাপক /শিক্ষক /আইনজীবী মহম্মদ নুরুল হোদা মোল্লার ৩য় মৃত্যুবার্ষিকী।অবিভক্ত বর্ধমানের এইরূপ গুনী ব্যক্তিত্ব হাতে গোনা। যিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পদে কাজ করেগেছেন। সেইসাথে উচ্চশিক্ষিত হিসাবে সবার কাজে পরিচিত ছিলেন। আশির দশকের প্রাক্কালে তিনটি বিষয়ে এমএ, বিএড, বিএ অর্নাস, এলএলবি, সর্বপরি ১৯৮৩ সালে ডাবলুবিসিএসএস ( জুডিশিয়াল)  পরীক্ষায় টপারদের মধ্যে অন্যতম ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে প্রথম ব্যাচ, এছাড়া রাস্ট্রবিজ্ঞান ও ইংরেজি তে এমএ করেছিলেন। কাটোয়ার শ্রীখন্ডে তাঁর জন্মভূমি হলেও মঙ্গলকোটের পদিমপুরে বসবাস করতেন। কর্মসুত্রে রাজ্যের বিভিন্ন জায়গায় ছিলেন। কাটোয়ার কাশিরাম দাস শিক্ষানিকেতনে শিক্ষক, কাটোয়া কলেজে রাস্ট্রবিজ্ঞানে আংশিক অধ্যাপক, কাটোয়া মহকুমা আদালতে বর্ষীয়ান আইনজীবী  তারাপদ বন্দ্যোপাধ্যায়ের জুনিয়ার এবং সরকার নিযুক্ত উকিল হিসাবে কাজ করেছেন। দ্য স্টেটসম্যান ও বর্তমান পত্রিকায় সাংবাদিকতা করার পর বর্ধমান সদর আদালত (দুবার), আরামবাগ মহকুমা আদালত, কালনা মহকুমা আদালত, সিউড়ি সদর আদালত (দুবার), দাঁতন আদালত, আলিপুর সিভিল কোর্ট, আলিপুরদুয়ার মহকুমা আদালত, বসিরহাট আদালত, মেদনীপুর সদর আদালত, গড়বেতা আদালত, শ্রীরামপুর আদালতগুলিতে কখনো সিভিল আবার কখনও বা ক্রিমিনাল কোর্টে বিচারক পদে কাজ করে গেছেন। ১৯৮৩ সালের ব্যাচের হলেও সার্ভিসে জয়েন্ট করেন ১৯৮৯ সালে এবং অবসরগ্রহণ  করেছিলেন ২০১৩ সালে। ২০১৬ সালে ১৫ জুলাই তিনি ব্রেণ স্টোকে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর  স্ত্রী এবং দুই পুত্র বর্তমান। প্রয়াত এই বিচারক স্মরণে প্রতিবছর ৩ রা মার্চ মঙ্গলকোটের  কোগ্রামে  পল্লিকবি  কুমুদ রঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলায় 'নুরুল হোদা রত্ন' সম্মান জানানো হয়। গত দুবছরে দুই চিকিৎসক (রেজাউল করিম চৌধুরী, মহম্মদ বদরুদ্দোজা)  দের সংবর্ধনা জানানো হয়েছে ।  এই প্রয়াত বিচারক মহম্মদ  নুরুল হোদা মোল্লার বড়ছেলে মোল্লা জসিমউদ্দিন পেশায় সাংবাদিক। 

পারিবারিক সুত্রে প্রকাশ, আজ অর্থাৎ সোমবার সারাদিন ধরে প্রয়াত বিচারকের বসতবাড়ি মঙ্গলকোটের পদিমপুরে দোওয়ার মজলিস রয়েছে। আশেপাশে মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসীরা থাকবেন।                  

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু