চতুর্থ দফার আগেই কি বদলীর সম্ভাবনা পুলিশ প্রশাসনিক মহলে?


মোল্লা জসিমউদ্দিন,

' গা ছমছম কি হয় কি হয় ' এইরুপ পরিস্থিতি পুলিশ প্রশাসনিক মহলের অভ্যন্তরে। ইতিমধ্যেই গত তিন দফায় পুলিশ কমিশনার থেকে এসপি এমনকি এএসআই পদমর্যাদা পূর্ন অফিসার বদলী হয়েছেন। পুলিশের বড় কর্তাদের যেমন নির্বাচনের দশ থেকে পনেরো দিন পূর্বে বদলী হয়েছেন। ঠিক তেমনি ওসি আইসির মত আধিকারিকরা ভোটের চব্বিশঘণ্টা আগে বদলীর নির্দেশ পেয়েছেন। আগামী ২৯ এপ্রিল লোকসভার চতুর্থ দফায় ৮ টি আসনে ভোট হচ্ছে। এই আসন গুলি মূলত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া, বীরভূম , জেলায় পড়ছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর স্নেহধন্য অনুব্রত মন্ডলের বীরভূম জেলার পুলিশ সুপার কে নিদিষ্ট অভিযোগের ভিক্তিতে অপসারণ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এছাড়া বাঁকুড়া জেলার এক এসডিপিও কে সরানো হয়েছে কয়েকদিন আগে । আর মাত্র ২ দিন পরেই ভোট এইসব আসনগুলিতে। ওয়াকিবহালমহল মনে করছে, একসাথে বিপুল সংখ্যক অফিসার বদলী হতে পারে চতুর্থ দফার প্রাক্কালে । যা নজিরবিহীন হতেও পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় ইতিমধ্যেই এ রাজ্যে সামন্তরাল প্রশাসন চালাবার মত গুরতর অভিযোগ তুলেছেন। আসন্ন ভোটপূর্বে যার মধ্যে পূর্ব বর্ধমান জেলা ও বীরভূম জেলা অবশ্যই পড়ছে। ওসি, বিডিও থেকে মহকুমাশাসক পদময্যাদা পূর্ন আধিকারিকরা থাকতে পারেন এই সম্ভাব্য বদলীর তালিকায়। মূলত যারা গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীশুন্য করার অন্যতম কান্ডারী ছিলেন বলে বিরোধীদের অভিযোগ । ইতিমধ্যেই কাটোয়া, কালনা মহকুমার পাশাপাশি বোলপুর, রামপুরহাট, সিউড়ী মহকুমা এলাকার আধিকারিকরা কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিয়ে তটরস্থ রয়েছেন বলে প্রশাসনের একাংশ সুত্রে প্রকাশ। অজয় - দামোদর নদীর বালি অধ্যুষিত থানার ওসিরা সম্ভাব্য বদলীর হিটলিস্টে আছেন বলে অনেকেই মনে করছেম। কেননা শাসকদলের 'আলালের ঘরে দুলাল' না হলে এইসব শাঁসালো থানার ওসি পদ পাওয়া যায়না বলে ক্ষুব্ধ পুলিশের একাংশ আধিকারিকরা নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন। আবার বালি মাফিয়াদের নিয়ন্ত্রক এইবিধ ওসিরা ভোট লুটের বাহিনী পরিচালনাতেও ওস্তাদ বলে জানা গেছে। মিথ্যা মামলায় বিশেষত গাঁজা, অস্ত্র মামলাগুলি চালু করা থানা গুলিতে অবাধ নির্বাচনের লক্ষে ভোটের চব্বিশ ঘণ্টা আগে বদলী করার সম্ভাবনাও তৈরি হয়েছে। কেন্দ্রীয় বিজেপি নেতা মুকুল রায় ঘনিষ্ঠ পূর্ব বর্ধমান জেলার এক নেতা বলেন - "পূর্ব বর্ধমান জেলায় দশের বেশি ওসি / বিডিওর বিরুদ্ধে শাসকদলের হয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ আমাদের রয়েছে। ঠিক সময়েই জানতে পারবেনা এরা কারা? " মাস খানেক পূর্বে এক দলীয় কর্মসূচিতে কাটোয়ায় কেন্দ্রীয় বিজেপির নেতা কৈলাশ বিজয়বর্গী কে পাশে নিয়ে মুকুল রায় প্রকাশ্য সভায় কাটোয়া মহকুমার সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিকদের নাম ধরে শাসক দলের পেটুয়া গিরির বিরুদ্ধে সরব হয়ে ছিলেন। তার পরেই অজয় নদের বলয়ে থাকা বিভিন্ন থানার ওসিদের ঠিকুজিকোষ্ঠী সংগ্রহে নিজস্ব অনুগামীদের মাঠে নামিয়েছিলেন বলে বিশেষ সুত্রে প্রকাশ। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সার্ভিসে ট্রাক রেকর্ডের পাশাপাশি পৈতৃক ও বসত ভিটা এলাকায় সম্পত্তির খতিয়ানও নাকি তিনি তথ্যসূত্র নিয়েছেন। এইরুপ পরিস্থিতিতে পূর্ব বর্ধমান জেলায় থরহরি কম্প শুরু হয়ে গেছে পুলিশ মহলের অন্দরে। বিগত বাম জমানায় একদা তৃণমূলের নাম্বার টু খ্যাত সেনাপতি মুকুল রায় অবিভক্ত বর্ধমানের কয়লা সিন্ডিকেট নিয়ে রায় - বন্দ্যোপাধ্যায় - চট্টপাধ্যায় - ঘোষ বাবুদের রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন। বিশেষত ২০১১ সালে বিধানসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের হয়ে মুকুল বাবু দুর্দান্ত সার্ভিস দিয়েছিলেন বলে দাবি। এছাড়া কাটোয়ার তুহিন সামন্ত খুনে অভিযুক্ত পুলিশ অফিসার দেবজ্যোতি সাহা, রায়নায় জোড়া তৃনমূল খুনে অভিযুক্ত পুলিশ অফিসার সাধন বন্দ্যোপাধ্যায়, কেতুগ্রামে ধনকুবের দাস খুনে অভিযুক্ত পুলিশ অফিসার আবু সেলিমদের বিরুদ্ধে তথ্য সমৃদ্ধ অভিযোগমালা করে মুকুল রায় নির্বাচন কমিশনে সেসময় ভোটপর্ব থেকে দূরে সরিয়ে রাখার কার্যকরী ভুমিকা নিয়েছিলেন। তাই দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় শাসক ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকরা চাপা আতঙ্কে রয়েছেন বিজেপির বঙ্গ ভোট ব্যাংক ম্যানেজার মুকুল রায় কে নিয়ে। কেননা মুকুল বাবু খাতা-কলমে অভিযোগ জানানো বিষয়ে সিদ্ধহস্ত, তাও তথ্যসূত্র ধরে! আগামী ২৯ এপ্রিল চতুর্থ দফার ৮ টি লোকসভা কেন্দ্রে ভোট। তাও অনুব্রত মন্ডলের গড় খ্যাত সমগ্র বীরভূম সহ পূর্ব বর্ধমান জেলায়। তাই প্রথম দফা নির্বাচন শুরুর প্রাক্কালে বীরভূম পুলিশসুপার পদ থেকে বদলী চালু হলে, সেটি এইসব আসনের অধিনে থাকা থানা স্তরের পুলিশ আধিকারিকরা বদলীর কোপে পড়তে পারেন। চলতি সপ্তাহে বোলপুর আসনের বিজেপি প্রার্থী অধ্যাপক রামপ্রসাদ দাস আউশগ্রামে প্রচারে এসে তৃনমূল বাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। দশের বেশি দলীয় নেতা কর্মী আহত হয়েছে সেখানে। পুলিশের সামনেই এই হামলা সংগঠিত হয়েছে বলে বিজেপির দাবি। তাই আউশগ্রাম আইসির পক্ষপাতিত্ব অভিযোগে বদলীর সম্ভাবনা প্রবল। আউশগ্রামের পাশাপাশি মঙ্গলকোট, কাটোয়া, কেতুগ্রাম, নানুর, লাভপুর প্রভৃতি থানার ওসিরা বদলী হতে পারেন। উল্লেখ্য এইসব এলাকাগুলি বিগত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীশুন্য হয়েছিল। বিরোধীদের অভিযোগ ছিল, পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে তৃনমূল এই সাফল্য পেয়েছিল। অনুরুপ অভিযোগ গুলি সেই ফিরছে বিরোধী শিবিরে। তাই সু নিদিষ্ট অভিযোগ পত্র পাঠিয়ে এইবিধ আধিকারিকদের বদলীর সম্ভাবনা প্রবল রয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু