পুলিশ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রাজ্যে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হবে


     

মোল্লা জসিমউদ্দিন, 

শুক্রবার দুপুরে রাজ্য 'বার কাউন্সিল ' এর সাতজনের এক প্রতিনিধিদল হাওড়া আদালতে  যায় । হাওড়া বার এসোসিয়েশনের সাথে আলোচনার পাশাপাশি  জেলা জজের সাথেও দেখা করেন তাঁরা। জানা গেছে, গত বুধবার দুপুরে হাওড়া আদালত চত্বরে পুলিশ বনাম আইনজীবীদের হাতাহাতিতে আহত ২৬ জন আইনজীবীদের চিকিৎসার খরচের জন্য ২০ হাজার টাকা সাহায্য করছে  বার কাউন্সিল। এদিন হাওড়া আদালতের আইনজীবীদের 'বার এসোসিয়েশন' সর্বসম্মতিক্রমে  পরিস্কারভাবে 'বার  কাউন্সিল' এর মেম্বারদের জানিয়ে দেন - হাওড়া পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার সহ আরও দুই আইপিএসের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করতে হবে, তা নাহলে আগামী সোমবার পর্যন্ত যে কর্মবিরতির ডাক আইনজীবীরা সারা রাজ্য জুড়ে শুরু করেছেন, তার মেয়াদবৃদ্ধি অনিদিস্টকালের জন্য কর্মবিরতি চলবে। এদিন হাওড়া জেলাজজ এর এজলাসে ঘন্টা খানেক বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর প্রতিনিধিরা আলোচনা চালান গত বুধবারের নজিরবিহীন ঘটনা নিয়ে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট কে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে হাওড়া জেলা আদালতের জেলাজজ তাঁর বিশেষ রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন রেজিস্ট্রার জেলারেল কে বলে প্রকাশ  । উল্লেখ্য আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হাওড়ায় আইনজীবীদের উপর পুলিশি সন্ত্রাস নিয়ে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর প্রতিনিধিদলের সাথে আলোচনায়  বসছেন।বিষয় টি নিয়ে হাওড়া পুলিশ কমিশনারেটের পুলিশ অফিসারদের সেদিনের অবস্থান  নিয়ে বিভিন্ন প্রশ্নচিহ্ন দেখা গেছে। আক্রান্ত আইনজীবীরা শুধু নন হাওড়া আদালতের বিভিন্ন বিচারক গত বুধবার আদালত চত্বরে এহেন পুলিশের লাঠিচার্জ নিয়ে পুলিশের বড় কর্তাদের ফোন করেছিলেন বলে খবর । কোন ক্ষেত্রে বিচারকদের ফোন রিসিভ হয়নি, আবার কোন ক্ষেত্রে পুলিশের দ্রুত ব্যবস্থাগ্রহণের সদুত্তর মেলেনি বলে অভিযোগ । যার ফলে ২৬ জন আইনজীবীদের পাশাপাশি আদালতের মুহুরি - মক্কেলরাও আহত হয়েছিলেন। ঘটনাটি ঘিরে সারা রাজ্য জুড়ে আইনজীবী মহলে তুমুল অসন্তোষ দেখা যায়। কলকাতা হাইকোর্টে ঘটনা টি নিয়ে একটি জনস্বার্থ মামলা দাখিল হয়েছে। সেইসাথে বুধবার বিকেলেই কলকাতা হাইকোর্ট হাওড়া জেলাজজের কাছে রিপোর্ট তলব করে থাকে। বিভিন্ন মহকুমা, জেলাস্তর এমনকি সিটি সিভিল, সিটি সেশন, শিয়ালদহ, আলিপুর, ব্যাংকশ্যাল আদালত গুলিতে গত বৃহস্পতিবার থেকে কর্মবিরতি শুরু করে দেন উকিলবাবুরা। খোদ আদালত চত্বরে এমনকি বিচারকের এজলাসেও নাকি পুলিশের তান্ডবলীলা দেখা যায় সেদিন। শুক্রবার হাওড়া জেলা আদালতে আসা বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর প্রাক্তন চেয়ারম্যান আনসার মন্ডল বলেন - "আমরা আজ আক্রান্ত আইনজীবীরা সহ সংশ্লিষ্ট জেলাজজের সাথে কথা বলেছি।চার আইপিসের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করার দাবি এসেছে। সেইসাথে আমাদের সংস্থার তরফে কুড়ি হাজার টাকা দেওয়া হচ্ছে আহতদের চিকিৎসার জন্য। আগামী মঙ্গলবার আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সাথে বিষয় নিয়ে বসছি"।                                                                                                                                                                       

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু