রাজ্য অচল আদালতে, দুশ্চিন্তায় নির্বাচন কমিশন

 


মোল্লা জসিমউদ্দিন,  

পশ্চিমবঙ্গে গত বুধবার দুপুরে হাওড়া জেলা আদালত চত্বরে গাড়ি পার্কিং ঘিরে যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে  পুলিশ ও আইনজীবীদের মধ্যে। তাতে ভোগান্তি পোহাতে যেমন হচ্ছে বিচারপ্রার্থীদের কে। ঠিক তেমনি   বিপাকে পড়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কর্তৃপক্ষও বলে মনে করছে ওয়াকিবহাল মহল    । কেননা গত বুধবার থেকে রাজ্যের সব আদালতেই উকিলবাবুদের কর্মবিরতি চলছে,এরফলে সমস্ত বিচার-প্রক্রিয়া বন্ধ প্রায় বলা যায়  । এবং  সোমবার পর্যন্ত আইনজীবীদের   এই কর্মবিরতি  চলবে। অর্থাৎ চারদিন ওয়ার্কিং ডে আদালতে নষ্ট   হয়েছে। যারফলে অবাধ নির্বাচনের লক্ষে যে ওয়ারেন্ট গুলি  পড়ে রয়েছে, সেগুলি ডিসপোজাল হয়নি বেশিরভাগ ক্ষেত্রে   ।  আসামি কিংবা অভিযুক্তরা  আগাম জামিন কিংবা এজলাসে হাজিরা দিয়েও  তা পাচ্ছেনা। যার ফলে ভোট প্রক্রিয়ায় দাগী আসামিদের কাছে ভোটের দিন গন্ডগোলের আশংকা থেকেই যায়। চলতি লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই তিন দফা ভোট হলেও এখনও চারদফা ভোট বাকি রয়েছে। নির্বাচনী বিধি চালু হয়ে গেলে নির্বাচন কমিশনের পক্ষে রাজ্য পুলিশ ভায়া হয়ে প্রতিটি পুলিশসুপার থেকে ওসিস্তরের আধিকারিকদের  কাছে  সংশ্লিষ্ট জেলা কিংবা থানায় ফৌজদারি মামলাগুলির ওয়ারেন্ট তালিকা যায়। সেইসাথে ভোটের পূর্বে সেইসব মামলায় আসামি / অভিযুক্তদের পুলিশ ধরপাকড় শুরু করে দেয়।কেননা নির্বাচন কমিশনের রোষানলে তারা পড়তে পারেন ওয়ারেন্ট গুলি তে ব্যবস্থা না নেওয়ার জন্য। তাই গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে বিভিন্ন মহকুমা থেকে জেলা আদালতে এসিজেম এজলাস থেকে ডিস্ট্রিক জাজের এজলাসে জামিনের আবেদন জমা পড়ে আইনজীবীদের মাধ্যমে। চলতি লোকসভা নির্বাচনের তিন দফায় উত্তরবঙ্গ জুড়ে ভোট হলেও চতুর্থ দফায় অর্থাৎ ২৯ এপ্রিল রাজ্যের ৮ টি আসনে ভোট হচ্ছে। এই ৮ টি আসনে অর্ধেকের বেশী উত্তেজনাময় বুথ হিসাবে পরিচিত। যার জন্য প্রায় ১০০ ভাগ বুথেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছেন। ঠিক এইরূপ পরিস্থিতিতে গত বুধবার দুপুর থেকে যে কর্মবিরতি শুরু হয়েছে রাজ্যের সব আদালতে। সেখানে ওয়ারেন্টভুক্ত আসামি / অভিযুক্তরা কোন জামিনের আবেদন জানাতেই পারেনি 'বিদ্রোহী'  আইনজীবীদের সৌজন্যে  । যেদিন ভোট অর্থাৎ সোমবার অবধি কর্মবিরতি বহাল থাকছে। যারফলে যেমন জামিনের সুযোগ মিললো না। ঠিক তেমনি ' জেল বার্ডস' আসামিরা ভোটের দিন গন্ডগোল করতেও  পারে। এইরূপ আশংকা করছে নির্বাচন কমিশন। গত বুধবার হাওড়া আদালতে যে মারপিট পুলিশ বনাম আইনজীবীদের মধ্যে হয়। সেখানে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে  বিচারপ্রার্থীরা। সিভিল অর্থাৎ দেওয়ানি মামলাগুলিতে আদালতে আইনজীবীদের কর্মবিরতি সেইরুপ প্রভাব  ফেললেও ক্রিমিনাল অর্থাৎ ফৌজদারী মামলায় বিচারপ্রার্থীরা সবথেকে বেশি বিপাকে পড়েছেন।এটি কোন নিদিষ্ট আদালতের ঘটনা নয় সমগ্র রাজ্যের মহকুমা / জেলাস্তরের আদালতে প্রভাব পড়েছে। এমনকি কলকাতা হাইকোর্টেও একপ্রকার অচলাবস্থা চলছে। জানা গেছে, আগামী সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর প্রতিনিধিদের সাথে বসছেন হাওড়া আদালতে পুলিশি সন্ত্রাস অভিযোগ টি নিয়ে। ইতিমধ্যেই তিনি হাওড়া জেলা জজের কাছে রিপোর্ট নিয়েছেন। আগামী মঙ্গলবার  তিনি কোন পদক্ষেপ নিতে পারেন বলে জানা গেছে। অপরদিকে জানা গেছে, আগামী সোমবার হাওড়া আদালতে এসিজেম এজলাসে অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করার আবেদন জমা পড়তে পারে আইনজীবীদের তরফে। অভিযোগ উঠেছে, গত বুধবার দুপুরে হাওড়া জেলা আদালতে গাড়ী রাখা নিয়ে মারপিটে ঘটনায় আহতদের হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে সম্ভাব্য মামলার গুরত্ব কমানোর জন্য। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদমাধ্যম   কে জানিয়েছে - অল্পবিস্তর আহতদের চিকিৎসা করিয়ে ডিসচার্জ করানো হয়েছে। ' বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল ' এর সদস্য তথা কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী আনসার মন্ডল বলেন -" বিষয়টি এখন বিচারধীন, আমাদের চেয়ারম্যান অশোক দেবের নেতৃত্বে আগামী সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সাথে বৈঠক হবে। তারপর আমরা আমাদের আন্দ্রলোনের কর্মসূচি জানাবো। "  উল্লেখ্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি চেন্নাই হাইকোর্টে থাকাকালীন পুলিশ বনাম আইনজীবীদের অনুরুপ মামলায় তিনশ পাতার অর্ডার দিয়েছিলেন। তাই আগামী মঙ্গলবার তিনি হাওড়া জেলা আদালতের ঘটনায় কি ব্যবস্থাগ্রহণ করবেন, তার দিকে তাকিয়ে গোটা রাজ্যবাসী। লোকসভা নির্বাচনের মধ্যে এইরুপ পুলিশ বনাম আইনজীবীদের রণক্ষেত্র ঘটনা শুধু এই রাজ্য নয় গোটা দেশের কাছে এক অনন্য মাত্রা এনে দিয়েছে।গত বুধবারের ঘটনায় হাওড়া জেলা আদালতের ১৫ জন পিপি ( সরকারি উকিল)  দের মধ্যে সিংহভাগই ইস্তফা দিয়েছেন বলে জানা গেছে।                                                                                                                                                                                                                                                                      

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু