মৃত্যুর পরে শেষযাত্রায় থাকতে চায় প্রেমিক প্রেমিকা


মোল্লা জসিমউদ্দিন , 

'হিন্দু না ওরা মুসলিম,  জিজ্ঞাসা করে কোন জন? ' সাম্যের গান গিয়ে বিদ্রোহী কবি   কাঁজি নজরুল ইসলাম এখনও যেন 'একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান' ফুটাতে পারলেন না সমাজের বুকে। ধর্ম ওদের বাঁচতে দিল না,  মঙ্গলকোটে একই দড়িতে গলায় দড়ি এক যুগলের। ঘটনাস্থল সেই বিদ্রোহী কবি কাঁজি নজরুল ইসলাম স্মৃতি ধন্য মঙ্গলকোট।   পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট ব্লকের নিগন অঞ্চলের বেলগ্রামের এক যুগলের আত্মহত্যা কে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে বৃহস্পতিবার সকালে । মৃত প্রেমিকের নাম লোকনাথ বৈরাগ্য  (১৮) বছর, মৃত প্রেমিকার নাম  রুপসোনা খাতুন  (১৫) বছর। দুইজনেরই বাড়ি বেলগ্রামে। স্থানীয় সূত্রে খবর, গতকাল থেকে দুইজন নিখোঁজ ছিল। এই দুজনার প্রেম গত ছয় মাস ধরে চলছিল বলে জানিয়েছে স্থানীয়রা।   দুটি ভিন্ন সম্প্রদায়ের হওয়ার জন্য এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় মানুষের অনুমান। তারা গ্রামেরই একটি কাঁদরের  ধারে আম গাছে গলায় দড়ি নিয়ে আত্মঘাতী  হয়, একই দড়িতে।তাদের মৃতদেহের কাছে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে এবং সেখানে তারা নাকি  লিখে গেছে - তারা দুজন দুই সম্প্রদায়ের হওয়ার জন্যই সমাজ তাদের এই সম্পর্ক মেনে নেবে না ।তাই তারা আত্মহত্যা করেছে বলে লিখেছে নিহত   যুগলটি । পাশাপাশি সুইসাইড নোটে তাদের শেষ ইচ্ছার কথা জানিয়ে গেছে - সেটা হলো, মৃত্যুর পর তাদের সৎকার্য যেন একই জায়গায় করা হয়। অর্থাৎ তাদের সমাধি যেন পাশাপাশি করা হয়। কিংবা দাহ হলে সেটাও যেন একই শ্বশানঘাটে হয়। পুলিশ সূত্রে জানা গেছে   তদন্ত শুরু হয়েছে কিভাবে এই যুগল দুইজন মারা গেল তা নিয়ে। দেহ উদ্ধার  করে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের  জন্য। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কেউ কেউ এটি কে পরিকল্পিত খুন বলেও দাবি করেছেন। আত্মহত্যার ঘটনাস্থলে ওই আমগাছ টি তে যেভাবে দেহ মাটিতে পা রাখার অবস্থায় ঝুলছিল তাতে আত্মহত্যার প্রশ্ন উঠেনা। আবার ঘটনাস্থলে উদ্ধার হওয়া হাতের লেখা একজনের লেখা। সেখানে প্রেমিক প্রেমিকার আলাদা আলাদা বয়ান থাকে কি করে?  সেজন্য নিহত যুগলের স্কুলে হাতের পুরাতন লেখা সংগ্রহের দাবিও উঠেছে প্রকৃত ঘটনা কি তা জানতে।               

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু