দুজনের যাবৎজীবন কারাদণ্ডাদেশ কালনায়


 মোল্লা জসিমউদ্দিন ,

সোমবার দুপুরে কালনা মহকুমা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ( ফুল)  শ্রী তপন কুমার মন্ডলের এজলাসে এক খুনের মামলায় অভিযুক্তদের মধ্যে  দুজনের যাবৎজীবন কারাবাস রায়দান হল। সেইসাথে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাস সশ্রম কারাদণ্ড এর নির্দেশ দেন বিচারক। এই মামলায় আরও দুজন ফেরার রয়েছে।   কালনা মহকুমা আদালতে সেশন মামলা ১৩৫/০৬  ( কালনা পিএস কেস নাম্বার  ৮৩/০৬)  তে  জানা যায়, ২৭/০৫/০৬ তারিখে কালনার সিমলন গ্রামে টোটন চন্দ্র (১৯) নামে এক যুবকের দেহ স্থানীয় এক পিএই উদ্ধার হয়। নিহতের দাদা পিন্টু চন্দ্র কালনা থানায় লিখিত অভিযোগে জানায় যে, রাজু টুডু ভীম হাজরা পলাশ সাঁতরা সঞ্জয় দাস নামে চার বন্ধু শ্বাসরোধ করে খুন করে থাকে। টাকা চুরির ঘটনা থেকে এই খুন। উল্লেখ্য আসামি চারজনের সাথে নিহত যুবক টোটন চন্দ্র হাওড়ায় একসাথে কাজ করতো। এই মামলায় ১৪ জন সাক্ষ্যদান করেছেন। ৩০২, ১২০ বি, ৩৪ আইপিসি ধারায় এই মামলায় সোমবার বেলা চারটে নাগাদ কালনা মহকুমা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফুল) তপন কুমার মন্ডল বিচারধীন দুই অভিযুক্ত কে দোষী সাব্যস্ত করে যাবৎজীবন কারাবাস দেন এবং পলাতক আরও দুই আসামিদের দ্রুত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।                                                            

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু