মারা গেলেন জিরো পয়েন্ট পত্রিকার সম্পাদক

মোল্লা  জসিমউদ্দিন ,

পূর্ব বর্ধমান জেলার মেমারি শহর থেকে প্রকাশিত 'জিরো পয়েন্ট' সাপ্তাহিক পত্রিকার সম্পাদক সেখ আনসার আলী রবিবার সকাল নটায় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। বছর পঞ্চাশের এই বর্ষীয়ান সাংবাদিক এবং স্বনামখ্যাত সাহিত্যিক অকালেই চলে গেলেন। ব্রেণ স্টোকে মারা যান তিনি। সপ্তাহ খানেক পূর্বে মেমারি রেললাইনে অন্যমনস্কায় পড়ে গিয়েছিলেন। বছর কয়েক পূর্বে হার্ট ব্লক হয়ে যাওয়ার জন্য ভিন রাজ্য থেকে বাইপাস সার্জারিও হয়েছিল তাঁর। তিনি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনার পাশাপাশি নিজস্ব প্রকাশনায় খ্যাত অখ্যাত লেখকদের বই প্রকাশ করেছেন।দুই বাংলার সাহিত্যিক বলয়ে অতি পরিচিত নাম সেখ আনসার আলী। মেমারিতে 'নজরুল উৎসব ' করাতে তাঁর ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে সম্মানিত হয়েছেন তিনি।২০১৮ সালে মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটায় কুমুদ সাহিত্য মেলায় তিনি অন্যতম অতিথি ছিলেন। ২০০৭ সালে রাজ্যসরকারের গণমাধ্যম কেন্দ্রের সাংবাদিকতা নিয়ে সাতদিনের প্রশিক্ষণশালায় ৭৮ জনের মধ্যে ৫ জন ছিলেন বর্ধমান জেলার। তাদের মধ্যে সেখ আনসার আলী এবং এই প্রতিবেদক অন্যতম। সেখ আনসার আলীর হাত ধরে অসংখ্য মফস্বল সাংবাদিক ও সাহিত্যিক উঠে এসেছে বলে নিজের অভিজ্ঞতায় জানালেন সাপ্তাহিক 'সুবক্তা' পত্রিকার সম্পাদক সেখ সামসুদ্দিন। এই প্রতিবেদক জীবনে প্রথম প্রেসকার্ড পেয়েছিল সেখ আনসার আলীর পথ ধরেই। আজ সবকিছু যেন উলটপালট হয়ে গেল। স্মৃতির সরণীতে রইলো অনেক অনেক কথা...

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু