বাগমারী কবরস্থানের সামনে বারবার ঘটছে দুর্ঘটনা


সোমবার  সন্ধে ৬ টা নাগাদ কলকাতার  বাগমারী  কবরস্থানের সামনে রাস্তায় যাত্রীবাহী  এক বাস ( WB 25F 3858) সিগন্যাল  না মেনে দ্রুত যেতে গেলে এক সাইকেল  আরোহী  কে চাপা দেয়। আশংকাজনক অবস্থায়  তাকে স্থানীয়রা নিকটবর্তী  হাসপাতালে নিয়ে গেছে। কলকাতার বৃহৎ  কবরস্থান  হিসাবে পরিচিত বাগমারী কবরস্থানের সামনে  ট্রাফিক বিট থাকলেও সেখানে পুলিশের কেউ থাকে না বরাবরই । উল্টোডাঙ্গার  হাডকো মোড় থেকে কাকুরগাছি এই রুটটি খুবই ব্যস্ততম বলে জানা গেছে ।অজশ্র যানবাহন যাতায়াত করে থাকে। সর্বপরি মুসলিম ধর্মাবলম্বী কেউ মারা গেলে জানাজা (দাফন করতে)  পড়তে এখানে শয়ে শয়ে লোক আসে। তাই ট্রাফিক বিটটি তে পুলিশ মোতায়েন হোক দ্রুত, এই দাবি স্থানীয়দের।            

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু