উন্নয়নের মুক্তাঙ্গন মঙ্গলকোটে বিদ্যুৎ চুরি ২৩ কোটি টাকার

মোল্লা জসিমউদ্দিন,

উন্নয়নের স্বর্গরাজ্য মঙ্গলকোটে বিদ্যুৎ চুরি প্রায় ২৩ কোটি!কেন এত বিদ্যুৎ চুরি হয়েছে, উন্নয়নের কান্ডারীরা থাকতে? তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ সুত্রে জানা গেছে, শাসকদলের বেশকিছু নেতার নামে বেনামে অনেকগুলি সাবমারসেবল, চালকল, তেলকল রয়েছে। যেগুলি বেশিরভাগই অবৈধ বলে অভিযোগ।   এগুলিতে অভিযান চালাতেও ভয় পান বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। জেলা পুলিশের একাংশের সাথে মাখামাখি ছাড়াও সশস্ত্র লোকেদের নিয়ে ঘুরাঘুরি করেন এরা। এখন প্রশ্ন রাজ্যসরকারের ২৩ কোটি বিদ্যুৎ চুরিতে শাসকদলের স্থানীয়দের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কতটা তৎপর হয় শীর্ষ তৃনমূল নেতৃত্ব?           

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু