শিক্ষামূলক ভ্রমনে নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়

শুভদীপ ঋজু মন্ডল

শীতের মরসুমে চারিদিকে যখন পিকনিক এর রমরমা তখন পিছিয়ে নেই জঙ্গলমহলের সারেঙ্গা চক্রের নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ও। স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক- অভিভাবিকা  এবং পঞ্চায়েত সদস্যা সহ মোট ১০০ জন এই শিক্ষামূলক ভ্রমনে অংশগ্রহন করেন। বাঁকুড়ার রানী মুকুটমনিপুরে শীতের আমেজে আনন্দে মাতে পড়ুয়ারা। পথচিত্র অবাক করে খুদে মন গুলিকে। বিকশিত হয় ভাবনাগুলি। পার্কের নানান খেলার সামগ্রী খুদে পড়ুয়াদের আনন্দের সাথে একাত্ম হয়েওঠে সেখানে। দুপুরের ভোজনপর্ব শেষে সবাই মিলে নৌকাবিহারে বেরিয়ে প্রত্যক্ষ করে  ভূগোলের পড়া এশিয়া মহাদেশের বৃহত্তম মাটির বাঁধের নৈসর্গিক সৌন্দর্য।  কাঁসাই- কুমারীর মিলনস্থল। স্কুলের প্রধান শিক্ষক সাধন কুমার মন্ডল বলেন " বছরের এই একটা দিন আমরা একাত্ম হই, প্রতিবছরের ন্যায় এবছর ও আমরা মুক্ত বায়ু ভ্রমণ শিবিরে যোগ দিয়েছি। শিক্ষক-ছাত্রছাত্রী সম্পর্ক মজবুতিতে এই ভ্রমণ  খুবই দরকারী।" স্কুলের সহশিক্ষক সহশিক্ষারা বলেন " এই ভ্রমণ শিবিরের জন্য ছাত্রছাত্রী রা খুবই উৎসাহী হয়ে থাকে সারা বছর। পড়াশোনার বাইরে এই একদিন শুধু ওদের জন্য। ওদের আনন্দের সাথে শামিল হবার জন্য। খেলাচ্ছলে শেখার এক অভিনব পন্থা এই ভ্রমণ শিবির।" সারেঙ্গা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোনালী মূর্মূ এই ভ্রমণ শিবিরের সাধুবাদ জানান। বিদ্যালয়ের পড়ুয়া রূপসা পণ্ডা, ভোলানাথ পালের মুখে দিনশেষে খুশির রোশনাই এর সাথে সম্পন্ন হয় এই বছরের আনন্দমূখর দিনটি।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু