কুয়াশার জন্য অনিয়মিত কালনা শান্তিপুর ফেরীপরিষেবা

মোল্লা জসিমউদ্দিন

গত বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার ভাগীরথী নদীতে ফেরী পরিষেবা বন্ধ রাখল কালনা মহকুমা প্রশাসন। কালনা শান্তিপুর রুটে অসংখ্য মানুষ দুরত্ব এবং সময় কমাতে এই ফেরী রুটে যাতায়াত করে থাকেন।গত বুধবার রাতে কালনা মহকুমাশাসক নিতিন সিংহানিয়া নিজে কালনার ফেরীঘাটে হাজির হন।অত্যন্ত তৎপরতার সাথে দুশোর কাছাকাছি যাত্রীদের ফেরীঘাট সংলগ্ন স্থানীয় পুরসভার এক আবাসনে রাত্রীনিবাসের ব্যবস্থা করে দেন।খাবারদাবার এর সাথে নিরাপত্তার জন্য পুলিশ কর্মীরও ব্যবস্থা করে দেন মহকুমাশাসক মহাশয়।বৃহস্পতিবার সকালেও ফেরী চলাচল বন্ধ থাকে।মূলত অত্যাধিক কুয়াশার জন্য দৃশ্যমান কমে যাওয়ায়,  দূর্ঘটনা এড়াতে ফেরী পরিষেবা বন্ধ করা হয় বলে জানিয়েছেন মহকুমাশাসক নিতিন সিংহানিয়া।উল্লেখ্য বছর দেড় আগে কালনা শান্তিপুর ফেরীরুটে ভাগীরথী নদীর গর্ভে নৌকাডুবিতে কুড়ির বেশি যাত্রী প্রাণ হারিয়েছিলেন।তাই গত বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে দুর্ঘটনা এড়াতে ফেরী পরিষেবা বন্ধ রাখলো বলে মনে করা হচ্ছে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু