বৈষ্ণবনগরে জমিবিবাদে জখম ১৫

মানস দাস, মালদা

জমি বিবাদকে কেন্দ্র করে সালিশিসভায় একই পরিবারের পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কোঁপানোর অভিযোগ উঠলো ১৫ জন প্রতিবেশীর বিরুদ্ধে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিরা চিকিৎসাধীন বেদরাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনাটি ঘটেছে, বৈষ্ণবনগর থানার জৈনপুর গ্রামে। ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আহতদের নাম, মন্টু সেখ(৪৮), মনসুর রহমান(৪৫), রিন্টু সেখ(৩৮), রেজাউল সেখ(৩৫) এবং নাইমা বিবি(৩৪)। বাড়ি জৈনপুর এলাকায়। প্রতিবেশী  নাজির সেখ, মরফুল সেখ, নাসের সেখ সহ ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের।  জানাগেছে, মন্টু সেখদের ১৩ কাঠা জমি রয়েছে। সেই জমির উপর দিয়ে রাস্তা তৈরির জন্য জায়গা চেপে সিমানার খুঁটি তুলে দেয় নাজির সেখ বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করে গ্রামের মোরোল মাতব্বরদের নিয়ে সালিসি ডাকা হয়। অভিযোগ, সেখানেই নাজিরের দলবল ধারালো অস্ত্র নিয়ে মন্টুদের উপর চরাও হয়। ধারালো অস্ত্রের কোপে জখম হয় এক মহিলা সহ পাঁচজন। ঘটনার পর তাদের উদ্ধার করে প্রথমে বেদরাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করে পরিজনেরা। সেখান থেকে মন্টু এবং মনসুরকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তরা পলাতক।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু