নির্মল গ্রাম লক্ষে সেমিনার ইন্দপুরে

শুভেন্দু তন্তুবায়

বাঁকুড়ার ইন্দপুর ব্লকে নির্মল গ্রাম গড়ার লক্ষ্যে একটি সেমিনার হল ।বৃহস্পতিবার একটি  বেসরকারি সংস্থা ও ব্লক প্রশাসনের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয় ।ব্লক এলাকায় একশ শতাংশ শৌচাগার নির্মাণ করার লক্ষ্যে এদিনের সেমিনার ।ব্লক এলাকার সাতটি গ্রাম পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতের আধিকারিকরা সেমিনারে অংশগ্রহণ করে ।বাড়ি বাড়ি শৌচাগার তৈরি করা কতটা জরুরী তা সেমিনারে বোঝানো হয় ।উপস্থিত ছিলেন ইন্দপুর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুফল চন্দ্র মন্ডল, ইন্দপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রহ্লাদ বাউরি , পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সৌমিত্র পতি ও ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু