বাসে রিজার্ভ সিটের দাবিতে মালদা জেলাশাসক কে স্মারকলিপি

মানস দাস, মালদা

মহিলাদের জন্য বাসে আলাদাভাবে রিজার্ভ সিটের দাবিতে মালদাতে জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করলো জামাআতে ইসলামী হিন্দের মালদা জেলা শাখা। এদিন সকালে মালদা শহরের রথবাড়ি মোড় থেকে একটি বিশাল Rally বের করা হয় সংগঠনের পক্ষ থেকে। জামাআতে ইসলামি হিন্দ জেলা সভাপতি জিল্লুর রহমান জানান, মহিলাদের জন্য বাসে সিট সংরক্ষণ একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত দাবি। বাসে মহিলাদের জন্য সিট সংরক্ষণের দাবি জানিয়ে অতিরিক্ত জেলাশাসক শ্রী  মলয় ভট্টাচার্যের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। জামাআতে ইসলামী হিন্দের মালদা জেলার মহিলা সভানেত্রী জয়নাব আরা খাতুন বলেন, ''গত ১৪ - ২০ ডিসেম্বর বাসে মহিলাদের জন্য রিজার্ভ সিটের দাবিতে সারা জেলা জুড়ে প্রচারাভিযান চালানো হয় জামাআতে ইসলামী হিন্দের মালদা জেলার পক্ষ থেকে তারই অংশ হিসেবে আজ জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়''
এদাবি নিয়ে এদিন মিছিলে পা মেলান জামাআতে ইসলামী হিন্দের মালদা জেলার সহ-সভাপতি জিল্লুর রহমান, জামাআতের রাজ্য কমিটির সদস্য নুরুল ইসলাম ইঞ্জিনিয়ার, শিক্ষা বিভাগের সম্পাদক জার্জিস আলী প্রমুখ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু