মুর্শিদাবাদে এসিড ছুড়বার দায়ে দুজনের দশবছরের কারাবাস

ভাস্কর ঘোষ

এক কিশোরীর দেহে অ্যাসিড ছুড়বার অভিযোগে দুই যুবকের ১০ বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল বহরমপুর ফার্স্ট ট্রাক আদালত। বৃহস্পতিবার রাকেশ মন্ডল ও চন্দন পাল নামের দুই যুবককে এই রায় শোনান বহরমপুর ফার্স্ট কোর্টের বিচারক বিশ্বরূপ শেঠ। আদালতের সরকারি আইনজীবী জানিয়েছেন, গত ১৮ আগস্ট ২০১৬ সালে নওদা থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে OBC সার্টিফিকেট আনতে যান একাদশ শ্রেণীর ছাত্রী। সেখানে প্রধান না থাকায় সে বাড়ি ফিরে আসছিল সেই সময়ে রাস্তায় রাকেশ মন্ডল নামে একজন তাকে বিয়ের প্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় ওই কিশরীরকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারেন রাকেশ। সেই সময় তাকে অ্যাসিড এনে দিয়েছিল চন্দন পাল। ওই কিশোরী জখম হলে তাকে হাসপাতালে ভরতি করা হয়। পরিবারের লোকেরা থানায় অভিযোগ করেন।  এই ঘটনায় এদিন বহরমপুর  জেলা ফাস্ট ট্রাক কোর্টের বিচারক বিশ্বরূপ শেঠ তাদের দুই জনকেই ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং এক লক্ষ টাকা জরিমানা অনাদয়ে আরও দুই বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন। 

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু