পূর্ব বর্ধমানে পঞ্চায়েতিরাজ সম্মেলনে দলীয় পর্যবেক্ষকের নির্দেশিকা

মোল্লা জসিমউদ্দিন

এখনও পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি।তবে তৃনমূল নেতৃত্ব জেলায় জেলায় পঞ্চায়েতিরাজ সম্মেলন শুরু করে দিয়েছে।পূর্ব বর্ধমান জেলা তার ব্যতিক্রম নয়।চলতি সপ্তাহে দক্ষিন দামোদরের খন্ডঘোষ এলাকায় পঞ্চায়েতিরাজ সম্মেলন সেরে গত বুধবার কাটোয়ার খাজুরডিহি এবং কালনার পূর্বস্থলীতে জেলার দলীয় পর্যবেক্ষক তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অরুপ বিশ্বাস দুটি সম্মেলন করেন।সেখানে স্থানীয় বিধায়ক, সাংসদ, মন্ত্রী,  সভাধিপতি সহ নানান জনপ্রতিনিধি হাজির ছিলেন।অরুপ বাবু দলীয় কর্মীদের উদ্দেশ্যে পরিস্কার করে বলে দেন " দুর্নীতি করলে সেই জনপ্রতিনিধি এবার নির্বাচনী প্রতীক পাবেন না।তিনি যতবড়ই প্রভাবশালী নেতা হন না কেন? কোন বড় নেতার সুপারিশে নয়,  বুথ কমিটির রিপোর্টে এবার প্রার্থী ঠিক হবে।২৩ টি ব্লকে সেই মত কাজ শুরু করার নির্দেশ দেন তিনি।রাজ্যসরকারের প্রকল্পগুলি প্রচারে বাড়ী বাড়ী যাওয়ার ফরমান দেন অরুপবাবু।সেইসাথে গ্রামে কোন বাসিন্দা সরকারী সুবিধা না পেলে, কেন তিনি পাননি সেই খোঁজখবর নিতেও বলেন। এই দুটি পঞ্চায়েতিরাজ সম্মেলনে জেলার সমস্ত বিধায়ক ও সাংসদরা হাজির থাকলেও মঙ্গলকোট বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং বোলপুর সাংসদ (মঙ্গলকোট, কেতুগ্রাম, আউশগ্রাম) অনুপম হাজরা কে সভায় দেখা যায়নি।গড়হাজির নিয়ে উঠেছে নানান দলীয় প্রশ্নচিহ্ন। মঙ্গলকোটে প্রকাশ্য জনসভা থেকে কৃষিমেলা। সর্বোপরি পঞ্চায়েতিরাজ সম্মেলনে কেন এঁরা নেই? তাহলে কি গোষ্ঠীবিবাদ রয়েছে দলীয় অন্দরে।যদি তাই হয় তাহলে পঞ্চায়েতিরাজ সম্মেলনে অনৈক্যর বার্তা কি বাড়তি সুবিধা করে দিচ্ছে বিরোধীদলদের কে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু