গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশনের নামে বিশৃঙ্খলার অভিযোগ

নিজস্ব বার্তা, মালদা



স্নাতকোত্তর স্তরে অবশিষ্ট আসনে ভর্তি

প্রক্রিয়া ষড়যন্ত্র করে বানচাল করার অভিযোগ উঠল মালদা জেলা ছাত্রপরিষদের বিরুদ্ধে । সোমবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দেওয়ার নাম করে ছাত্র পরিষদের সদস্যরা উপাচার্যকে হেনস্থা করেন বলে অভিযোগ। ডেপুটেশনে নেতৃত্ব দেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ মৌসম বেনজির নূর, চাঁচলের বিধায়ক আসিফ মেহবুব, মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন, কংগ্রেস নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি, ছাত্র পরিষদের জেলা সভাপতি বাবুল শেখ সমেত অন্যান্য নেতারা । এদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের অবশিষ্ট আসনে অনলাইনে ভর্তি চলছিল । যাতে দ্রুত ভর্তি প্রক্রিয়া সমাপ্ত হয় তাই মেধা তালিকায় নাম থাকা ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয় চত্বরে আসতে বলা হয়। সকাল এগারোটা থেকে শুরুও হয়ে যায় ভর্তির কাজ। কিন্তু হঠাৎই মৌসম নূরের নেতৃত্বে ছাত্র পরিষদের এক দল সদস্য ও বহিরাগতরা শ্লোগান দিতে দিতে উপাচার্যের ঘরে ঢুকে পড়ে। ছাত্র পরিষদের সদস্যরা এরপর উপাচার্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ । স্বভাবতই ভর্তি হতে আসা ছাত্রছাত্রীরা চরম আতংকিত হয়ে পরেন। ছাত্র পরিষদের এই বিশৃঙ্খলার জেরে ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । অবশিষ্ট আসনগুলিতে নিয়ম মেনে অনলাইনেই ভর্তির বিজ্ঞপ্তি দ্রুত দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।এদিকে বিশ্বস্ত সূত্রে জানা যায়, ছাত্রপরিষদের জেলা সভাপতি বাবুল শেখ বিশ্ববিদ্যালয়ে পি এইচ ডি-এর রেজিস্ট্রেশন না পাওয়াতেই পরিকল্পনা করে এই বিক্ষোভ ও হেনস্থা করেছে ছাত্রপরিষদ বলে অভিযোগ । ছাত্রপরিষদের এই অভব্যতার জেরে এদিন পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত রেজিস্ট্রার ডঃ সুজিত মন্ডল ।যদিও ছাত্রপরিষদ তাদের বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।এবং সেইসাথে দুর্নীতি স্বজনপোষণ বিষয়গুলি প্রকাশ্যে না আসে, সেইব্যাপারে ভিক্তিহীন অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

posted from Bloggeroid

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু