চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন চলছে






সেখ সামসুদ্দিন

হুগলী জেলার চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জনের শোভাযাত্রা চলছে। পুজো কমিটি পিছু একটি গাড়িতে প্রতিমা

ও দুইটি গাড়িতে আলোকসজ্জা নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে প্রশাসন থেকে । চন্দননগর জ্যোতির মোড় হতে শোভাযাত্রা শুরু করে তালডাঙ্গা মোড় হয়ে রাণিঘাটে গঙ্গায় বিসর্জন হবে। বিসর্জন সারা রাত হয়ে কাল দুপুর পর্যন্ত চলবে। শোভাযাত্রা ও বিসর্জন দেখতে আসা মানুষের ভিড়ে জনারণ্য। বাড়ির ছাদ থেকে রাস্তা জনতার দখলে বললেও কম বলা হবে। এই বিসর্জনকে কেন্দ্র করে ব্যাপক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

posted from Bloggeroid

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু