তমলুকে পুজোর বাজী বিস্ফোরণে আহত ১৫



জাহাঙ্গীর বাদশা

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার জামিট্যা গ্রামে জগদ্ধাত্রী পূজো উ

পলক্ষ্যে গতকাল রাতে বাজীর অনুষ্ঠান চলাকালীন বাজীতে আগুনের ফুলকি পড়ে বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরনে আহত প্রায় ১৫ জন। আহতদের মধ্যে ৬ জনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে তমলুকের জামাট্যা গ্রামে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে আতসবাজির অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারি করে আতসবাজি সাজিয়ে রেখে একটি ফানুসে আগুন ধরানোর সময় আগুনের ফুলকি আতসবাজিতে লেগে যায়। তারপর আতসবাজিগুলি হঠাৎ করে ফাটতে শুরু করে। আর সেই আতসবাজি আগুন ছিটকে পড়ে শিশু সহ প্রায় ১৫ জন আহত হয়। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়। তমলুক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

posted from Bloggeroid

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু